লোহাগাড়া প্রতিনিধি :
সাম্প্রতিক রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল (শুক্রবার) বিকেলে মিছিলটি উপজেলা যুবলীগের উপজেলার আহবায়ক মো: জহির উদ্দিন ও যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি লোহাগাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল হাকিম, উপজেলা যুবলীগ নেতা ও লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি মো: ছরওয়ার কামাল, যুবলীগ নেতা ও লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্চু, আদেল চৌধুরী, হুমায়ুন রশিদ, মোসলেম সিকদার, আ. ন. ম আব্দুল্লাহ বাবলু, কাউছার শান্ত, জয়নাল আবেদীন বাবু, কামরুল ইসলাম নয়ন, কাইছার হামিদ বাপ্পি, দিদারুল আলম, মো:দেলোয়ার, রবিউল ইসলাম ,নাজিম উদ্দিন,মো: জাহেদ, নাজিম উদ্দিন, ইদ্রিস, মো: ফয়সাল, ওমর গনি, আবদুল আজিজ, শাহাব উদ্দিন,আকতার কমাল, কপিল উদ্দিন রাসেল, মো: সোহেল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও রাজধানী সহ দেশের বিভন্ন স্হানে হেফাজত ইসলামের লোকজন যেভাবে তান্ডব চালাচ্ছে সেটি আর করতে দেয়া যাবে না। তাদের অপরাজনীতি কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তারা বি.এন.পি জামাতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দেশে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এখন সময় এসেছে তাদের মোকাবেলা করার। তাদের মোকাবিলায় যুবলীগের সকল স্হরের নেতা -কর্মীদের সজাগ থাকতে হবে।
Leave a Reply