আব্দুল্লাহ আল-আমিন,
শেরপুর প্রতিনিধি:-
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করায় পহেলা এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় পথচারীসহ ১৩ জনকে ২ হাজার ৪৫০টাকা আর্থিক জরিমানা করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
আদালত পরিচালনা কালে পথচারী, দোকানি, ব্যবসায়ী ও খরিদদারদের করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে শতাধিক মাস্ক প্রদান করা হয়।
এসময় পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন
জানান,ইতিমধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব পড়েছে তাই এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন,প্রয়োজনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply