নিজস্ব প্রতিবেদক:
৩১ মার্চ (বুধবার)ব্র্যাক লার্নিং সেন্টার কক্সবাজারে কুতুবদিয়া উপজেলার মাষ্টার ক্রাপ্ট পার্সন (এমসিপি)দের নিয়ে ২দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন করেছে এলায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগাল এইড বাংলাদেশ (একলাব)।
বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের কারিগরি সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডের ২৮ জন এমসিপিকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, বৈষম্য নিরোধ, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এ ২দিন।
প্রশিক্ষণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রুত ধারায় নিয়ে আসার উপায় ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির কক্সবাজারের এরিয়া ম্যানেজার মোঃ শামিম হোসেন ও জেলা ব্যবস্থাপক সালেহ আহমেদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, একলাবের পোকাল পার্সন মোঃ জাহিদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলার প্রজেক্ট অর্গানাইজার (পিও) রিনা আকতার।
Leave a Reply