নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল চৌধুরী, সদস্য সচিব আবুল কাসেম, সাবেক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, ডা.মুজিবুর রহমান, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার,মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, জাতীয় পার্টি পেকুয়ার সভাপতি মাহবুব আলম ছিদ্দীকি, সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশাহ, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক দিদারুল করিম, সাংবাদিক জালাল উদ্দিন, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইসমাঈল মেম্বার, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী ও টইটং ইউপির চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দনুর, শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোসেন,পেকুয়া মডেল সরকারী জিএমসি স্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, বিএমআই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী,উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল করিম, পুঁজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, ডা. প্রদীপ কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, আনসার ভিডিপি কমান্ডার তসলিমা আক্তার, ডা.আশেক উল্লাহ, ইউপি সদস্য বেলাল উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।
সভায় সড়ক কেটে সাগর থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, সম্প্রতি আশংকাজনকহারে চুরি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, বদ্ধ জলমহাল রোকুর খাল থেকে মাটি লুট, জুয়া ও ইয়াবা সেবন, যানজট নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরেন।
এছাড়া করোনা অবনতি হওয়ায় মাস্ক পরা, করোনা টিকা গ্রহন, অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার নিয়েও ব্যাপক আলোচনা হয়। বক্তরা এসব বিষয়ে যতাযত কার্যকর ব্যবস্থা নিতে জোরালো বক্তব্য উপস্থাপন করেন।
Leave a Reply