প্রেসবিজ্ঞপ্তি:
১১ এপ্রিল কুতুবদিয়ায় অনুষ্টিতব্য প্রথম ধাপের ইউপি নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী মোতায়েন করে নির্ভয়ে ভোট প্রদানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। নিজের ভোট নিজেই প্রদানের সুযোগ না পেলে রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
২০ মার্চ শনিবার কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দীন ছোটনের সভাপতিত্বে অনুষ্টিত ক্লাবের মাসিক সভায় উপজেলাবাসীর সর্বশেষ আশা-আকাঙ্খার কথা পর্যালোচনা করে এ আশঙ্কা ব্যক্ত করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক এম.এ.মান্নান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে প্রভাষক নজরুল ইসলাম, শাহরিয়ার চৌধূরী, সাইফুল আলম সিকদার, আরিফুল ইসলাম, ইফতেখার শাজীদ রোকন, আবুল কাশেম, শাহেদুল ইসলাম মনির ও মনিরুল ইসলাম। এ ছাড়া ৬ চেয়ারম্যানের বিপরীতে ৩৫ প্রার্থীর মধ্যে এক ডজনের অধিক ড্যামি প্রার্থী ভোট গ্রহণকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিদের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।
Leave a Reply