রকিয়ত উল্লাহ, মহেশখালী
মহেশখালীর উপজেলা আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনের যে কোন জাতীয় বা দলীয় প্রোগ্রামে নানা প্রতিকূলতা কাটিয়ে নারী বা মহিলা কর্মী হিসাবে সবসময় সম্মুখ সারীর বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে বিশ্বস্তার পরিচয় দিয়ে আসছেন মহেশখালীর নারী জাগ্রতের অগ্রদূত কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা মশরাফা জান্নাত।
তার জন্ম এক সম্ভ্রান্ত আওয়ামী লীগ পরিবারে। তার পিতা মরহুম বয়েজুর রহমান কোম্পানি ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। ছোট বেলা থেকেই পিতার কাছে থেকেই তার আদর্শ নিয়ে বড় হয়েছেন। দেখেছেন কিভাবে মানুষের সেবা করা যায় ও অসহায় গরীব দুখী মানুষের পাশে থাকা যায়। পিতার সেই আদর্শ ধারণ করে কক্সবাজার সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে যোগ দেন ছাত্রলীগের রাজনীতিতে। বিভিন্ন দলীয় প্রোগ্রাম,সভা সেমিনার ও মিছিলে ছিলেন সক্রিয় হিসাবে এবং নির্বাচিত হন কক্সবাজার সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসাবে।সেই থেকে আজ অবদি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে হার না মানা দ্বীপ উপজেলার একমাত্র নেত্রী হিসাবে নানা প্রতিকুলতার মধ্য হাল ধরনে মহিলা আওয়ামী লীগের। আস্তে আস্তে মহেশখালীতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসাবে মহিলা আওয়ামী লীগের অবস্থান অন্যতম। তিনি পেশা হিসাবে শিক্ষাকতা নিলেও দলীয় ছাত্র রাজনীতির অভিভাবক ও সংগঠক হিসাবে অন্যতম। সাবেক বা বর্তমান অনেক ছাত্রলীগের নেতাকর্মীর দুঃসময়ে পাশে থেকে সাহায্য সহযোগিতা করেন। পাশাপাশি দলীয় পর্যায়ের যে কোন প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেন। তাই তরুন প্রজন্ম থেকে শুরু করে তৃণমূল দলীয় পর্যায়ে ক্লিন ইমজের নারী নেত্রী হিসাবে রয়েছেন শীর্ষে। তাই আগামী ইউপি নির্বাচনে নৌকার অন্যতম দাবীদার হিসাবে কয়েকটি বেসরকারি সংস্থা ও গোয়ান্দা সংস্থার জরিপে রয়েছেন সবার উপরে।তা ছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের সাথে রয়েছেন সু-সম্পর্ক। জেলার একামাত্র নারী নেত্রী হিসাবে ইউপি নির্বাচনে চমক দিয়ে হতে পারেন নৌকার মাঝি।
Leave a Reply