কুতুবদিয়া প্রতিনিধি:
সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। তিনি সরকরী কর্মকর্তাসহ প্রতিটি শ্রেণীপেশার নাগরিকদের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে শুনেন এবং প্রধান প্রধান সমস্যা সমূহ জরুরী ভিত্তিতে স্থানীয়ভাবে সমাধানসহ যে গুলো জাতীয় সমস্যা তা নিরসনকল্পে সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষত: সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য, বেড়িবাঁধ, পারাপারঘাটসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ড যথাযথভাবে বাস্তবায়ন করে সরকারের লক্ষ্য-উদ্দেশ্য পূরণে সকলের সহাবস্থান কামনা করেন নবাগত জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এম.জহিরুল হায়াতের সভাপতিত্বে ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্টিত সভায় স্থানীয় সমস্যা-সম্ভাবনা সমূহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধূরী। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা মাস্টার আহমদ উল্লাহ, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জালালুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম চৌধুরী, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, জেলা আওয়ামীগের সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবী, মুক্তিযোদ্ধা ডা.পুলিন বিহারী শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আখতার বিউটি, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম.শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, বি.আর.ডি.বি‘র চেয়ারম্যান ছাবের আহমদ, মুক্তিযোদ্ধা ভোলা নাথ, মুক্তিযোদ্ধা লেয়াকত আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply