নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী পানবাজার স্টেশনস্থ ফুটপাত সহ সিএনজি গাড়ির নির্ধারিত পার্কিংয়ের জায়গা দখল করে অবৈধ ভাবে ঝুপড়ি, টং দোকান ও মাছ বাজার বসিয়ে জনদুর্ভোগ বাড়িয়েছে।এতে নিত্য লেগেই থাকে তীব্র যানজট।পাশাপাশি দুর্ঘটনাও ক্রমশঃবেড়েই চলছে।সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়।ফুটপাত এবং পার্কিংয়ের জায়গা অবৈধ দখলে চলে যাওয়ায় প্রধান সড়ক সংকুচিত হয়ে যানজট লেগে থাকার কারণে যাত্রী সাধারণ ও পথচারীদের ঘন্টার পর ঘন্টা অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়তে হয়।
পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে বুজুরুছ মিয়া,বুজুরুছ মিয়ার ছেলে জোবাইর,মৃত আবদুল মোনাফের ছেলে আবদুল জলিল,আবদুল গণি মিলে প্রধান সড়কের পানবাজারের পশ্চিম পাশের নির্ধারিত সিএনজি গাড়ি পার্কিংয়ের জায়গা জবর দখল পূর্বক অবৈধ ভাবে ২০ টির মত কাঁচা মাছের খোলা বাজার, ঝুপড়ি ও টং দোকান বসিয়ে উল্লেখিত ব্যক্তিরা নিয়মিত চাঁদা আদায় করে আসছে।ফলে নির্ধারিত জায়গা হারিয়ে যাত্রী বহনকারী সিএনজি সহ নানা যানবাহন যত্রতত্র দাঁড় করানোর ফলে জনদুর্ভোগ ও যানজট লেগেই থাকে।
বালুখালী পানবাজারের মত উখিয়ার কুতুপালং, থাইংখালী ও পালংখালী বাজারেও একই পরিস্থিতি বিরাজ করছে।বালুখালী পানবাজারস্থ নির্ধারিত সিএনজি পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করলে যানজট এবং জনদুর্ভোগ অনেকটা হ্রাস পেতো বলে স্থানীয়দের অভিমত।
উক্ত জায়গা দখলদারের নিকট থেকে উদ্ধার করণের জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে,উখিয়া উপজেলা অটোরিক্সা, সিএনজি ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার আহমদ চৌধুরী।তিনি জানান,বালুখালীতে সিএনজি গাড়ী রাখার নির্ধারিত জায়গা দখল করে বাজার বসায়,শতশত সিএনজি ও যানবাহন শ্রমিক আর্থিক দৈন্যদশায় পড়েছে।উক্ত জায়গা উদ্ধারে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্র নিশ্চিত করেছে, একখানা লিখিত অভিযোগ পেয়েছেন।ইউএনও মহোদয় পরবর্তী করণীয় গ্রহণ করবেন।
Leave a Reply