নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী (কাস্টমস) এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক ক্রয়বিক্রয়ের গোপন সুত্রে খবর পেয়ে অভিযানে নামে।
র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা র্যাবের উপর গুলি করে, র্যাবও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জাফর আলম(৪০) নামে এক মাদক ব্যবসায়ীর শরীরে গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৮হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, একটি খালি খোসা ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জাফর আলম কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ছৈয়দ মোস্তফার ছেলে।
এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বালুখালী কাস্টমস এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক ক্রয়বিক্রয় কালে র্যাবের উপস্থিত টের পেয়ে র্যাবের উপর গুলি চালায় এসময় সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার জন্য র্যাবও পালটা গুলি চালায়। এতে জাফর আলম নামে এক মাদক ব্যবসায়ীর শরীরে গুলিবিদ্ধ হয়। পরে তাৎক্ষণিকভাবে ঐ মাদক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে গুলিবিদ্ধ ঐ মাদক ব্যবসায়ী র্যাবের প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply