নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজার আইন কলজের এল এল বি শেষ পর্ব ২০১৮-২০১৯ইং নৈশ প্রীতিভোজ ও মিলনমেলা
অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় ৭টায় কক্সবাজার আইন কলজের হল রুমে কক্সবাজার আইন কলজের এল এল বি শেষ পর্ব ২০১৮-২০১৯ইং ছাত্র-ছাত্রীদের উদ্যোগ এ নৈশ প্রীতিভোজ ও মিলনমেলা হয়।
কক্সবাজার আইন কলজের এল এল বি শেষ পর্ব ২০১৮-২০১৯ইং ছাত্র মিজানুর রহমানের কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং সাকীয়াতুল কাউসার এর সঞ্চলনায় এ কক্সবাজার আইন কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট মোঃ বাকের এর স্বাগত বক্ত্যবের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের কার্যক্রম কিছুটা সমস্যা হলেও ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। এছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন অত্র কলজের সম্মানিত শিক্ষক অধ্যাপক শামশুল হুদা, অধ্যাপক শামশুল আলম, সাবেক অধ্যক্ষ বাহার উদ্দিন, প্রভাষক সিরাজদোল্লাহ ও প্রভাষক সাকি কাউছার । এছাড়াও ছাত্র-ছাত্রীদের মধ্য বক্ত্যব রাখেন,জামাল উদ্দিন,সাইফুর রহমান নয়ন,আবু তাহের মিজবাহ,রকিয়ত উল্লাহ, জামাল উদ্দিন, ইসমাইল শাহ, ।উল্লেখ, কক্সবাজার আইন কলজের এলএলবি শেষ পর্ব ২০১৮-১৯ এর রেজিস্ সম্পন্ন হয় ও নৈশ প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply