নিজস্ব প্রতিবেদক, মহেশখালী
গেল নির্বাচন থেকে ৫ বছর অতিবাহিত হলেও মাতারবাড়ির রাজঘাট বাসীর কোন দুঃখ দুর্দশা শেষ হয় নি। অবহেলিত হিসাবে পড়ে আছে দক্ষিন রাজঘাট থেকে উত্তর রাজঘাট। অন্যদিকে কিছু বছর পূর্বেও মাতারবাড়ির প্রাণ কেন্দ্র ছিল রাজঘাট। নিত্যদিনে ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট সবকিছুতেই ভরপুর থাকলেও গেল কয়েক বছরে কার্যত কোন উন্নয়নের ছোয়া লাগে নি রাজঘাটে। বরং নদী ভরাট করে উন্নয়নের নামে রাস্তা তৈরী করে স্থানীয় জেলেদের বেকার করে দিলেও জনপ্রতিনিধির কোন ভূমিকা ছিল না। তাই আসন্ন ইউপি নির্বাচনে অবহেলিত রাজঘাটের হাল ধরতে মাস্টার আলা উদ্দিন সুজনের বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী।
মাস্টার আলা উদ্দিন সুজন এর আগেও ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন। তারপরেও থেমে নেই তার অগ্রযাত্রা। তাই এলাকার সাধারণ জনসাধারণ ও মুরুব্বীদের দোয়া ও ভালবাসায় আবার প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাস্টার আলা উদ্দিন সুজন। তিনি বলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছিলাম শুকরিয়া আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় কাছাকাছি নিয়ে আসছিলেন, সংগত কারণে সামান্য ভোটের ব্যবধানে আমি দ্বিতীয় হয়েছিলাম। তবে আমি হাল ছেড়ে দিইনি। আপনাদের আশে পাশে থেকে সুখে দুঃখে,বিপদে আপদে আমি সাথে ছিলাম। এখনো আপনাদের পাশে আছি। পরাজয়ের গ্লানি আমাকে বিন্দুমাত্র ছুঁয়ে দিতে পারেনাই। কারণ আমি শিখেছি কিভাবে পরাজয় কে জয়ে পরিণত করতে হয়। প্রতি বছর আপনাদের সন্তান, ভাই, ও বন্দু হিসেবে নিজের সাধ্যমত সহযোগিতা করে আসছি। অবহেলিত এই জনপদকে উন্নয়ণের রুল মডেল হিসেবে পরিচিত করতে একজন সৎ,দক্ষ,শিক্ষিত ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতৃত্ব দরকার। তার ই ধারাবাহিকতায় আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সাথে নিয়ে আবার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে চাই। এতে আপনাদের সহযোগীতা ও দোয়া একান্ত কাম্য।
Leave a Reply