নিজস্ব প্রতিবেদক,
মাতারবাড়ি ইউনিয়ের ০৮ ওয়াডে জনগণের সমর্থন ও দোয়া চেয়ে উঠান বৈঠকে মেম্বার প্রার্থীর ঘোষণা দিলেন মহেশখালী উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু মুছা কলিম উল্লাহ।
আজ সন্ধ্যায় স্থানীয় দঃ মগডেইলে এক উঠান বৈঠকে শত শত নারী-পুরুষ সমর্থন দিয়ে তাকে সেবক হিসাবে পাওয়ার কথা জানান। করোনা কালে ও বিভিন্ন প্রোগ্রামে অসহায় গরীব মানুষকে সহয়তা দিয়ে সবসময় এলাকাবাসীর আস্থার প্রতিদান দিয়েছিলেন বলে জানা যায়। উঠান বৈঠকে উপস্থিত থাকা মৃত কবির আহমদের পূত্র মোহাম্মদ হোসেন বদন জানান, বিপদে-আপদে আমরা আবু মুসাকে কাছে পেয়েছি তাই আমরা তাকে আরও কাছে পাওয়ার জন্য সেবক হিসাবে চাই। একই এলাকার আব্দু জাব্বারের পূত্র জাফর আলম বলেন করোনা কালে আবু মুসা এলাকাবাসী জন্য যা করেছেন তার প্রতিদান দেওয়ার এখনি সময়। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আবু মুসাকে সমর্থন দেওয়ার জন্য এসেছে বলে জানান। উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য আবু মুাসার সমর্থনে সভাপতিত্বের বক্ত্যবে নুরুল ইসলাম বলেন, আবু মুসা কলিম উল্লাহ গরীব ও অসহায় মানুষের পরম বন্ধু তাই যেকোন মূল্য আসন্ন ইউপি নির্বাচনে মগডেইল এলাকায় তাকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। স্থানী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বলেন, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অসহায় গরীব পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই শ্রমিক নেতা। তাই আমরা তাকে সমর্থন জানিয়ে তার পক্ষে থাকার আহবান জানান। এদিকে মেম্বার প্রার্থী হিসাবে আবু মুসা কলিম উল্লাহ বলেন, এলাকার মুরুব্বীদের দোয়া আর ভালবাসা নিয়ে মেম্বার প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছি। আমি অতিতে এলাকাবাসীর জন্য কি করেছি বা করেনি তার মূল্যায়ন করে আমাকে ভোট দিবেন। তবে আমাকে ভোট দেন বা না দেন অতিতের মতো আপনাদের পাশে সবসময় থাকব বলে জানান।
Leave a Reply