নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলা এবি পার্টির কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৩টায় কোর্টবাজারস্থ থাইফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক শারেক।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কাসেম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আহবায়ক এড. এনামুল হক সিকদার, যুগ্ম আহবায়ক যথাক্রমে এড. মুহাম্মদ নুরুল ইসলাম, আবুল কাসেম ও ভিপি সৈয়দ করিম।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরেও দেশের মানুষ অধিকার বঞ্চিত। এবি পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সহ অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করছে।
সভায় সৈয়দ হোসাইন চৌধুরীকে আহবায়ক ও জাহিদুল করিমকে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টির) আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply