নিজস্ব প্রতিনিধি
কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্থ জমিনের মালিকদের টাকা নিয়ে তালবাহনা চলবে না।ক্ষতিগ্রস্থ দের নামে বরাদ্ধকৃত ২ লাখ ২০ হাজার টাকা শীঘ্রই দিতে হবে।ক্ষতিগ্রস্থ জমিনের মালিকদের মধ্যে অনেকে সুশীলন ও ড্রপ এনজিও কর্তৃক টাকা পেয়েছে।অনেকে এখনো পায়নি। সুশীলন ও ড্রপ এনজিও অফিসে প্রায় ২ হাজার ফাইল জমা হয়েছে।এসব ফাইলের মালিকদের টাকা না দিয়ে কালক্ষেপন করে অাসছেন কর্তৃপক্ষ। এতে ক্ষতিগ্রস্ত জমিনের মালিকরা অসহায়ত্বে জীবন যাপন করছেন।ক্ষতিগ্রস্হ জমিনের মালিকদের শীঘ্রই ঐ টাকা দেয়ার দাবীতে বুধবার ৬ জানুয়ারী সিংঙ্গাপুর ও জাপানী প্রকল্পের জমিনের মালিকরা মাতারবাড়ী নতুনবাজার চৌরাস্তা মোড়ে বিশাল মানববন্ধনে মিলিত হয়েছেন।তাদের দাবীর সাথে একতত্বা প্রকাশ করে বক্তব্য পেশ করছেন মাতারবাড়ী মাটি ও মানুষের প্রিয়জন চেয়ারম্যান মাষ্টার মো:উল্লাহ।
Leave a Reply