কক্সবাজারের কুতুবদিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কুতুবদিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১ জানুয়ারি সন্ধা সাড়ে সাতটায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএম. জহিরুল হায়াত।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
অধ্যক্ষ এফএম.নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও কুতুবদিয়া মহিলা কলেজ-এর অন্যতম প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর আখতার আলম।
উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তারেক আজিজ, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় দর্শকের মন মাতানো একটি ম্যাচ উপহার দেয় পাওয়ার হিটার কক্সবাজার বনাম ট্রফি ফাইটার কৈয়ারবিল। দর্শকে কানায় কানায় ভরপুর হয়ে উঠে খেলার মাঠ। শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নেয় কৈয়ারবিল ট্রপি ফাইটার। তারা দুই পয়েন্ট ব্যবধানে পাওয়ার হিটার কক্সবাজারকে হারাতে সক্ষম হয়। খেলা পরিচালনা করেন মাস্টার বিমল শীল।
প্রতিদিন সন্ধ্যা ৬ টায় খেলা দেখার জন্য ক্রীড়ামোদী সকল দর্শককে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।
Leave a Reply