বাবার মৃত্যু বার্ষিকীতে অন্যকে বাঁচাতে রক্তদিয়ে সহায়ক হলেন নকলার রিজন পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াত (একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানবজাতির জীবন রক্ষা করার মতো মহান কাজ) এই মহান বাণীকে মনে-প্রাণে ধারণ করে শেরপুর জেলা সদর হাসপাতাল রোড জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালে বাবার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক গর্ভবতী মাকে সুস্থতার সহিত বেঁচে ওঠতে রক্ত দিয়ে সহায়তার মনোভাবে পাশে দাঁড়ালেন বিডি ক্লিন নকলা টিমের সক্রিয় সদস্য ও রক্তসৈনিক নকলার দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম (রিজন)।
এ সময় রক্তসৈনিক নকলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-আমিনসহ উক্ত সেচ্ছাসেবী সংগঠনের বেশ কয়েকজন সদস্য ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।
রক্তসৈনিক রিজন বলেন,
এই নশ্বর দুনিয়া থেকে মহান আল্লাহ তাআ’লার ডাকে একদিন আমি চলে যাবো
তখন আমার শরীরটা মাটিতে মিশে যাবে বা শরীরের সকল অঙ্গ-পতঙ্গ পোকামাকড়ে খাবে। তখন আর আমার শরীরটার কোন মূল্য থাকবে না, তাই নিজের শরীরের রক্তদিয়ে যদি অন্য একজন মানুষ স্বাভাবিক জীবন পায় তাতে আমি মনে করি আমার মূল্যহীন শরীরটার মূল্যবান হয়ে যাবে। এমন ভাবনা থেকে আমার বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার মাগফেরাত কামনায়
সেচ্ছায় রক্তদান করি।
Leave a Reply