নিজস্ব প্রতিবেদক, মহেশখালী
মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মিলন কান্তি সুশীলের সভাপতিত্বে ও মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর উদ্দিনের সঞ্চলনায়ে এই দিবস পালিত হয়। উক্ত বুদ্ধিজীবী দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উক্ত বিদ্যালয়ের সভাপতি মাস্টার রুহুল আমিন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার রুহুল আমিন বলেন মুক্তিযুদ্ধের সময় দেশ থেকে মেধাশূন্য করার উদ্দেশ্যই পাক-হানাদার বাহিনী এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করে। আমরা দেশের সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধা করি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য আয়ুব খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ভ্রমর কান্তি শীল,মোস্তাক আহমদ,মোঃ আমজাদ হোছাইন,নাছির উদ্দিন,জয় গোপাল ঘোষ,আবু তাহের,টিটু কুমার শীল,এমতাজুল হক, এনাম উদ্দিন ও মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি তামজিদুল হক সহ প্রমুখ।
Leave a Reply