নিজস্ব প্রতিবেদক, মহেশখালী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে জেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন। আজ শুক্রবার সরদার পাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে মাতারবাড়ীর সরদারপাড়ায় থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের সাথে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে মাতারবাড়ীর দীর্ঘদিনের ত্যাগী ওপরীক্ষিত আওয়ামী লীগ নেতা মাস্টার রুহুল আমিন বলেন, এলাকার অসহায় ও নিপীড়িত মানুষের পক্ষে ও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি। আশাকরি দল থেকেই আমাকেই মূল্যায়ন করবেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নৌকার বিজয় শতভাগ নিশ্চত কল্পে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা পরিষদের সদস্য মাস্টার রুহুল আমিনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় সাংসদ আলহাজ্ব আশেেক উল্লাহ রফিক এবং জেলা ও উপজেলার নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply