নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে ৫ হাজার ৯ শত ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫’র একটি অভিযানিক দল।
আটককৃতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দিগলিয়া (৪ নং ওয়ার্ডের) মোঃ কালুর পুত্র মোঃ জসিম উদ্দিন (২৭) ও কুতুপালং নং-৭ ক্যাম্পের, ৩ ব্লকের রোহিঙ্গা শফিক আলম (২৫)। সে মীর আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তথ্যসূত্রে জানা যায়, র্যাব-১৫,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১২ নভেম্বর আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী সন্দেহজনক দুই ব্যাক্তিকে আটক করে দেহ তল্লাশী করলে পলিথিনের ব্যাগে থাকা বিপুল পরিমান মরণ নেশা ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ঊনত্রিশ লক্ষ পঁচাশি হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply