নিজস্ব প্রতিবেদকঃ
জনবল সংকটে পড়েছে কুতুবদিয়া উপজেলা কৃষি অধিদফতর । বদলি জনিত কারনে উপজেলা কৃষি অফিসারের পদটি খালি হয়েছে কিছুদিন পূর্বে। তারও আগে শূন্য হয় অফিসারের চারটি পদ। ফলে
এই দপ্তরের পাঁচজন অফিসারের সবকটি পদসহ দুই তৃতীয়াংশ পদ শূন্য হয়ে পড়ায় কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে দপ্তরটি।
অফিস সূত্রে জানা যায়, কুতুবদিয়া কৃষি অফিসের জনবল কাঠামো অনুযায়ী পদ রয়েছে ৩৪ টি। তার মধ্যে কর্মরত আছেন মাত্র ১৩ জন। বাকী ২১টি পদ খালী। শূন্য পদগুলো হলো- উপজেলা কৃষি অফিসার ১টি, অতিরিক্ত কৃষি কর্মকর্তার ১টি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ২টি, সহকারি কৃষি কর্মকর্তার ১ টি পদ, উপ-সহকারী কৃষি কর্মতার ১০ টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ২ টি, পিপিএম ২টি, স্প্রে মেকানিক ১টি ও গার্ড ১টি।
অন্যদিকে কর্মরত আছেন উপজেলার ৬ ইউনিয়নের জন্য ১৮ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তার বিপরীতে মাত্র ৮ জন। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ১ জন, প্রধান সহকারী ১জন, নৈশ্য প্রহরী ১ জন, এমএলএসএস ১জন, পরিচ্ছন্নতা কর্মী ১জন।
উপজেলার গুরুত্বপূর্ণ এই দপ্তরের ৫ জন অফিসারের কেউ না থাকায় এক প্রকার ছন্দহীন হয়ে পড়েছে অফিসটি। তবে অফিসটি চালাতে উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন উপ-পরিচালক নিজেই। জানা গেছে তিনিও পদোন্নতি পেয়েছেন। চলে যাবেন শীঘ্রই। গুরুত্বপূর্ণ এ অফিসটি এখন হ য ব র ল অবস্থা। বেতন ভাতা তোলাসহ দৈনন্দিন কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত কর্মচারীদের।
কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলার এই গুরুত্বপূর্ণ অফিসে দ্রুত জনবল কাঠামোসআ পূর্ণ করার দাবী দ্বীপের সচেতন মহলের।
Leave a Reply