মহেশখালী প্রতিনিধি
মহেশখালীর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামে পৈত্রিক সম্পত্তির বিষয়ে আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রিদুয়ানুল হক, তার বাহিনী এবং মাদ্রাসা ছাত্রদের হামলায় গুরুতর আহত মাওলানা হোছাইন আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকালের উক্ত ঘটনার পর তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর আজ ৩১ ই অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে তার অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
Leave a Reply