প্রেস বিজ্ঞপ্তি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কুতুবদিয়া শহীদ জিয়া ছাত্র পরিষদ । সংগঠনের উদ্যোগে ২৬ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় কুতুবদিয়া বায়তুশ-শরফ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শহীদ জিয়া ছাত্র পরিষদের উপদেষ্ঠা মোঃ ওমর ফারুক (দিনার), শহীদ জিয়া ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক নাজমুল হুদা সাকিব, শহীদ জিয়া ছাত্র পরিষদের বড়ঘোপ ইউনিয়নের সভাপতি আবদুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি ইব্রাহীম খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবাইর, যুগ্ন-সম্পাদক মোহাম্মদ জিসান, মোহাম্মদ মিজান, দপ্তর সম্পাদক মোঃ রিপন, মোহাম্মদ শহীদ, হাফেজ মোহাম্মদ নেয়ামত প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের শারিরিক সুস্থতা এবং আইনী প্রক্রিয়া শেষ করে ভারতের মেঘালয় রাজ্য থেকে দেশে ফিরে আসার জন্যও দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন হাফেজ মুহাম্মদ তারেক।
Leave a Reply