নিজস্ব প্রতিবেদক,প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু
বাজার মন্দিরে ”শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা” জানিয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন কে ফুলেল সংবর্ধনা দিয়েছে। তুমব্রু বাজার দুর্গা মন্দির পরিচালনা কমিটি ইঞ্জি.হেলাল উদ্দিনের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইঞ্জি.হেলাল উদ্দিন ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদ শুভেচছা জানিয়ে বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন,ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃওসমান গনি প্রমুখ।এসময় ঘুমধুম ইউপির সদস্য শফিকুল ইসলাম, মোঃআলম সহ সনাতন ধর্মের ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংবর্ধিত অতিথি ইঞ্জি.হেলাল উদ্দিন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শারদ উৎসবের জন্য
তুমব্রু বাজার দূর্গা মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
Leave a Reply