পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দু’ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজারে এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতরা হলেন ধনিয়াকাটা এলাকার মৃত,আমিন শরীফের ছেলে সৌদি প্রবাসী ইসমাঈল হোসেন (৫৫) ও ছোট ভাই বিদেশ ফেরত আইয়ুব আলী (৪৮)। তারা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ধনিয়াকাটা বাজারের ব্যবসায়ী আবুল কাসেম, মো.আলী,শহীদুল্লাহ জানায়, সকাল থেকে বাজারে দোকান সংস্কার কাজ করছিল প্রবাসী ইসমাঈল। দুপুরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে দোকানে হানা দেয়। এ সময় দু’ভাইকে কুপিয়ে জখম করে।
আহত ইসমাঈল ও আইয়ুব আলী জানায়, দীর্ঘদিন আব্দু ছালাম গং আমাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। ধনিয়াকাটা বাজারে দোকান সংস্কার কাজ চলছে। ধনিয়াকাটা এলাকার মৃত,মোজাহের আহমদের ছেলে আব্দু ছালাম, আবুল কালাম,আব্দুল মোতালেব, আব্দু ছালামের ছেলে সাদ্দাম হোসেন, মো.কালুর ছেলে শাহাব উদ্দিন, বেলাল উদ্দিন, নাজেম উদ্দিন, আরকান, মিজানুর রহমান বাজারে এসে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে আমাদের হামলা চালায়। এ সময় তারা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বীরদর্পে তারা সটকে পড়ে।
তারা জানায়, চাঁদা না দেয়ায় তারা পরিকল্পিতভাবে আমরা দু’ভাইকে কুপিয়েছে। দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ী জয়নাল আবেদীন জানায়, দোকানের মালিক ইসমাঈলের কাছ থেকে সেলামী নিয়ে দীর্ঘদিন ধরে মুদির দোকান করছি। দোকান সংস্কার করা হচ্ছে। আব্দু ছালাম গং এসে বাধা দেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা এলাকার চিহ্নিত খারাপ লোক। তাদের বিরুদ্ধে থানায় ধর্ষন, চুরি,মারপিটের একাধিক মামলা রয়েছে।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানায়, পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply