মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীর -বদরখালী ব্রীজে ডাম্পার গাড়ীর ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।উক্ত কিশোরের নাম আবদুল খালেক(১৪)। উক্ত কিশের কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর নজির আহমদের পুত্র।
বেপরোয়া ডাম্পার গাড়ী চালকগন আপনারা আর কত নিরহ মানুষের প্রাণ কেড়ে নিবেন বলেন? আজকের ঘটনায় আহত আরেক জনের মৃত্যু
৫ অক্টোবর ২০ মহেশখালী বদরখালী ব্রীজে বেপরোয়া ডাম্পারের ধাক্ষায় টমটম গাড়ীর ৩ জন যাত্রী গুরুতর আহত হয়, একজন ঘটনাস্থলেই প্রান হারায়। গুরুতর আহতদের মধ্যে – দক্ষিণ চালিয়াতলী নতুন পাড়ার আলী আহমদ বর নাতি, হাজেরা বর পোয়া,মুহাম্মদ রশিদ অর্থাৎ গফুরের ছোট ভাই কিছুক্ষন আগে চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেছে- ইন্না লিল্লাহি রাজেউন।
জানাযায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়। সূত্রে আর বাকী দুইজন ও মৃত্যুর সাথে পান্জা লড়ছে।এ ঘটনাটি ঘটেছে ৫ অক্টোবর বিকাল ৫টায়।
জানা যায়,বদরখালীর বাজার থেকে যাত্রী বাহী একটি টমটম গাড়ী ৫ অক্টোবর কালারমারছড়ায় যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ডাম্পার গাড়ী আঁচড়ে পড়ে যাত্রী বাহী টমটম গাড়ীতে।এতে ঘটনাস্থলে ৫ জন যাত্রী হতাহত হয়।ঘটনা স্থলে খালেকের মৃত্যু ঘটে।আহত ৪ জনের মধ্যে আবদুল শুক্ষুর ও আবদুল মন্নানকে আশংকা জনক অবস্হায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২জনকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে চকরিয়া-বদরখালী -মাতারবাড়ী সড়কে প্রতিনিয়ত ডাম্পার গাড়ী দ্বারা হতাহতের ঘটনা ঘটনা ঘটছে।এলাকার সচেতন মহল জানান,উক্ত সড়কে চলা-চলরত গাড়ীর মধ্যে অধিকাংশই চোরাইকৃত গাড়ী।এসব গাড়ীর ফিটনেস, ড্রাইভারী লাইসেন্স নেই।যার কারণে বছরে উক্ত সড়কে অন্ত:ত পক্ষে ৩ শতাধীক হতাহতের ঘটনা ঘটে।
অপরদিকে একজন নিহত হওয়ার সত্যাতা স্বীকার করে নিহত পরিবারকে নগদ ২০,০০০টাকা সহযোগিতা ও আহতদের চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক শরীফ।
Leave a Reply