নিজস্ব প্রতিবেদকঃ
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন এর অর্থায়নে
কক্সবাজারের কুতুবদিয়া মহিলা কলেজ’র শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৮সেপ্টেম্বর) সকালে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আখতার আলম নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,কলেজের প্রভাষক মোঃনজরুল ইসলাম,আবদুল খালেকসহ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
জানা যায়, গত অর্থ বছরে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন কুতুবদিয়া মহিলা কলেজে একটি শহীদ মিনার স্থাপন করে দেয়ার প্রতিশ্রুতি দেন। ওই সময় তিনি শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু
করোনাকালীন পরিস্থিতির কারনে এতদিন নির্মাণ কাজ শুরু করা যায়নি।
এদিকে কলেজ প্রাঙ্গণে চেয়ারম্যানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে চলায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহিলা কলেজ পরিচালনা পর্ষদ।
এটি বাস্তবায়নের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মানসহ সর্বস্তরের ভাষাপ্রেমী, সব শ্রেণিপেশার মানুষ, শিক্ষক/শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করতে পারবে।
Good job