হাটহাজারীতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির অবৈধ ভাসমান সিএনজি গ্যাস ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় গ্যাস ফিলিং কাজে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান, ২৮৮টি সিলিন্ডার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ থেকে বিকাল পর্যন্ত উপজেলার নাজিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে আটক করা যায়নি কাউকেই।
সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরহাট বাস স্টেশন এলাকায় কোন প্রকার অনুমোদন ছাড়াই দুইটি কাভার্ড ভ্যানের সাহায্যে ঝুকিপূর্ণ অবস্থায় সিএনজি টেক্সিতে দীর্ঘ দিন ধরে গ্যাস সরবরাহ করে আসছিল একটি চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারি পরিদর্শক মুহাম্মদ মেহেদী ইসলাম খান, কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার এম বি কবির আহমেদ সহ অভিযানে গিয়ে সংবাদের সত্যতা পেয়ে অবৈধ ভাসমান সিএনজি গ্যাস ফিলিং স্টেশনটি বন্ধ করে দিয়ে গ্যাস বিক্রির সরমঞ্জামসহ কাভার্ডভ্যান দুটি জব্দ করা হয়।
এ সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে গেলে সিএনজি গ্যাস ফিলিং ষ্টেশনটির কর্মকর্তারা কোন প্রকার অনুমোদনের কাগজ পত্র দেখাতে পারেনি।
তাই ভাসমান অবৈধ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।
Leave a Reply