নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারী উপজেলার ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশর ব্যবস্থাপনায় কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া খানকা শরীফে গাউছে জামান, শামসুল আরেফিন, তাযুল উলামা ,আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহঃ)’র ষান্মাসিক ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১২আগস্ট) বাদে আছর আল্লামা বড় হুজুর কেবলা (রহঃ)’র রওজা শরীফে নতুন গিলাফ পরিধান ও ছিপাতলী খানকা শরীফে খতমে কোরআন শরীফ ও খতমে গাউছিয়া আলিয়া শরীফ আদায়ের মাধ্যমে ২দিন ব্যাপি এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে গদিনশিন, আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ’র সভাপতি ও হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা’র সম্মানিত অধ্যক্ষ পীরে তরিকত্ব শাহ্ সুফি হযরতুহাজ্ব আল্লামা শাহজাদা আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন (মা.জি.আ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান,ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের বড় শাহজাদা পীরে তরিকত শাহ সূফি শাহাজাদা আল্লামা প্রফেসর ড. আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দীন সাহেব (মা.জি.আ) উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তব্যে বলেন, গাউছে জামান আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহঃ) একজন আল্লার ওলী।সময়ের যুগের রাজি গাজ্জালী এবং মুসলিম ওম্মার জন্য হেদায়েতের প্রতীক ছিলেন।
আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ ছিপাতলী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আজিজি দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মুহাদ্দিস আল্লামা গোলাম মোস্তফা নুরুন্নবী সাহেব (মা.জি,আ),মুফতি আল্লামা জিল্লুর রহমান সাহেব(মা.জি,আ),আল্লামা ইদ্রিস আনসারী সাহেব(মা.জি,আ),আল্লামা মঈন উদ্দিন আল কাদেরী(মা.জি,আ), আল্লামা জসিম উদ্দিন আল কাদেরী(মা.জি,আ),মাওলানা ফেরদৌসুল আলম(মা.জি,আ),,মাওলানা মাহফুজুল হক আল কাদেরী, মাওলানা শরীফ উদ্দিন আনছারী( মা.জ.আ)মাওলানা হাসান রেজা আজিজিসহ প্রমুখ।
বিশেষ মেহমান,ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহছান লাভু, আনজুমানের দপ্তর সম্পাদক আলহাজ্ব ওয়াসিম আকরাম, আলহাজ্ব নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম,মুহাম্মদ খুরশেদুল আলম, মুহাম্মদ মনির হোসেন,মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ আবুল হাশেম সওদাগর আলহাজ্ব মুহাম্মদ রফিক, আলহাজ্ব নুরুল আকতার,আলহাজ্ব মোক্তার হোসন, মাওলানা শামসুল আলম,এস এম শামসুল আলমসহ দূর-দূরান্ত থেকে শত শত বক্তা মুরিদ আশেকগন উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ জাতি সকল সুন্নি মুসলমানের জন্য দোয়া মুনাজাতসহ তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘটে।
Leave a Reply