কুতুবদিয়া প্রতিনিধি:
‘শিক্ষা,সেবার মানকে এগিয়ে নিতে,মানবতা সেবাইতে সচেতনতার মাধ্যমে যুগোপযোগী সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতিবদ্ধ’ সেবা,শিক্ষা, ঐক্য, মেধা অন্বষণ প্রতিপাদ্যকে ধারণ করে কুতুবদিয়ায় প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং মানবতার কল্যাণমূলক এক মানবিক সংগঠন। ২০১৯সালের আগস্ট মাসে মানব সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করে একঝাঁক মেধাবী তরুণের সংগঠন হেল্প ফোর্স ব্যাচের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্বাচনের মাধ্যমে অত্র সংগঠনের নতুন কমিটি হয় এতে সাইফুল ইসলাম সভাপতি,তাসমুল হাসান হিরু সিনিয়র সহ সভাপতি, নাজমুল হুদা সাকিব সাধারণ সম্পাদক, রাইসুল ইসলাম জিহান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আরমান আলিফ সাংগঠনিক সম্পাদক, সাহেদ ওমর সাকিব প্রচার সম্পাদক,আলী আজগর অর্থ সম্পাদক সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
উক্ত সংগঠনের ধারবাহক সদস্যবৃন্দ -আমজাদ হোছাইন,রাইসুল বিন মোরশেদ রাফি,আতিক হোসাইন,ইফাতুল ইসলাম,মো:খোকন,মো:ইসহাক,মো:তুষার, মো:শাহনেওয়াজ, সাইমুন সাকিব,তৌহিদ,মিজান,আব্দুল আজিজ,সাকিব হোসাইন,রফিকুল ইসলাম, মো:ইসহাক,
বর্তমানে সংগঠনটি উত্তর জোন উপজেলার ৩টি ইউনিয়নে সদস্যদের নিয়ে গঠিত হলেও ভবিষ্যতে এই সংগঠনকে জেলা পর্যায়ে শুরু করে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত প্রচেষ্টাকে এগিয়ে নিতে সমাজ ও দেশের প্রতিটি শিক্ষিত ও দায়িত্বশীল ব্যাক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটি
নানা কার্যক্রমের মাধ্যমে মানব সেবায় অসমান্য অবদানে সাধারণ মানুষের কাছে সংগঠনটি সকলের মনিকোটায় স্হান করে নিয়েছে।
Leave a Reply