শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ এর বলিবাজার সংলগ্ন স্থানীয় এক যুবকের ছুরিকাঘাতে রহিম উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।২ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ৫ টা ৪৫ মিনিটের এ ঘটনা ঘটে।নিহত রহিম উল্লাহ ক্যাম্প-৯ ব্লক বি-১০ এর আশ্রিত রোহিঙ্গা সলিম উল্লাহর ছেলে।ব্লক- বি১০ এর মাঝি- হাসিম উল্লাহর জানান,রহিম উল্লাহর এফসিএন
-১২০৬৫২।
তাকে উক্ত সময়ে কথা কাটাকাটির জের ধরে বলিবাজার রফিক উদ্দিনের মার্কেটের সামনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঘোনার পাড়ার মৃত হাসু মিয়ার ছেলে নুরুল কবির ছুরিকাঘাত করলে প্রত্যক্ষদর্শীরা গুরুতর জখমাবস্থায় উদ্ধার করে বালুখালীস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রহিম উল্লাহ কে মৃত্যু ঘোষণা করে।বালুখালী ক্যাম্প- ৯ তে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সুত্র জানায়,ঘাতক নুরুল কবির পালিয়ে যেতে সক্ষম হয়েছে।তাকে গ্রেফতারে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।লাশের সুরতহাল তৈরী করতঃ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।প্রসঙ্গতঃ ঘাতক নুরুল কবির রোহিঙ্গা এক নারী বিয়ে করে ক্যাম্পে বসবাস করে আসছিল।তাঁর শ্বাশুরীর বস্তি ক্যাম্প-৯ তে বলে জানা গেছে।
Leave a Reply