শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উখিয়া উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও নিকারুজ্জান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পের চলমান পরিস্থিতি নিয়ে উর্ধ্বতন মহলের সাথে আলোচনা হয়েছে, ক্যাম্প নিয়ে শীঘ্রই নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে।
উক্ত সভায় তিনি উখিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং মাদক, নারী নির্যাতন,পাহাড়খেকো, ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও জানান। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা ও নিজ-নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
আর যারা আইনশৃংখলার অবনতি করছে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান।
এ সময় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,চেয়ারম্যান যথাত্রুমে খাইরুল আলম চৌধুরী, অধ্যক্ষ শাহ আলম,এম.গফুর উদ্দিন চৌধুরী ও নুরুল আমিন চৌধুরী সহ ইউনিয়ন পরিষদের মেম্বার, সচিব ও স্থানীয় সরকার বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply