আল্ জাবের, চকরিয়া প্রতিনিধিঃ
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার প্রথম স্থান অধিকার করে বদরখালী ডিগ্রি কলেজ এর দ্বাদশ শ্রেণির ছাত্রী তাহমিনা বুলবুল এ্যানি। তার আঁকা যে ছবিগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছে তার মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু শেখ হাসিনাসহ দেশ-বিদেশে অসংখ্য কৃতিমান ও গুণী মানুষের মানুষের চিত্র। প্রতিনিয়তই তিনি চিত্র অঙ্কন বিষয়ে বৈচিত্র্যময় পরীক্ষা-নীরিক্ষা করে যাচ্ছেন। নতুন এবং গবেষণধর্মী চিত্র অঙ্কনের মাধ্যমেই যেন নিজেকে বার বার ছাড়িয়ে যান তিনি। তার আঁকা ব্যতিক্রমী সব চিত্রকর্ম নিয়ে জাতীয়ভাবে একাধিক প্রদর্শনী করতে চান তিনি। তিনি দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিনিধি আল জাবের কে জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমি, দৃক গ্যালারি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এ প্রদর্শনী করার পরিকল্পনা করছেন তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেন উপকূলীয় অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বদরখালী ডিগ্রি কলেজের ছাত্রী এ্যানি ।
জাতীয় দিবসগুলোর গুরুত্ব ও চেতনা নতুনদের মাঝে তুলে ধরতে কলেজ ছাত্রী এ্যানি কয়েক বছর ধরে নিয়মিত এই প্রতিভার কাজ করে আসছেন। সবমিলিয়ে একজন প্রতিভাবান চিত্র শিল্পী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অর্জনে কাজ করে যাচ্ছেন এ্যানি । তাই কক্সবাজার জেলার শ্রেষ্ট শুধু নয় বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম এই মেধাবী শিল্পী সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করেন সংশ্লিষ্টরা। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
বদরখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির হোসেন ভুইঁয়া জানান জাতির জনক বঙ্গবন্ধু’র ছবি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের কলেজে মেধাবী ছাত্রী এ্যানি জেলার শ্রেষ্ট নির্বাচিত হয়ে বদরখালী ডিগ্রি কলেজের সুনাম ধরে রাখায় চকরিয়া উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বি,এ (অনার্স) এম,এ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply