নিজস্ব প্রতিবেদক
মহেশখালীর হোয়ানকে এক মা ও ১০বছরের ছেলে সন্তান সহ নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারীর নাম আকলিমা(৩০) সে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছন খোলা পাড়া গ্রামের মোঃ রশিদ এর স্ত্রী ও তার ছেলে অানোয়ার তানভির লাবিব(১০)।
নিখোঁজ অাকলিমার স্বামী মোঃ রশিদ কর্তৃক মহেশখালী থানায় দায়েরকৃত নিখোঁজ ডায়রীর (৪২৮)১০/০৮/২০২০ সুত্রে জানাযায়, স্ত্রী অাকলিমা তার শিশুপুত্র লাবিবকে নিয়ে ৯আগস্ট অনুমান বিকাল সাড়ে ৫টায় চিকিৎসার উদ্দ্যেশ্য মা ছেলে কালারমারছড়া বাজারে যায়। সেখানে যাওয়ার পর সন্ধ্যার বাড়ী না ফেরায় আকলিমাকে বাড়ীর লোকজন খুজতে থাক। আকলিমার হাতের মোবাইল ফোনে একটি কলের রিং ডুকলেও রিসিব করেনি। পরক্ষণে অাকলিমার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে নিখোঁজ অাকলিমা মোবাইল ফোনটি বন্ধ করার সময় তানিয়া নামের পারিবারিক সদস্যকে ০১৮৯২৭৮৪১০০ নাম্বরে সন্ধ্যা ০৬টা ০২মিনিটে একটি ম্যাসেজ পাঠায়। এটিতে লিখা ছিল, তানিয়া অামাকে বিট এ নিয়ে যাচ্ছে হোয়ানকের দিকে।
অাকলিমার স্বামী মোঃ রশিদ স্ত্রী ও পুত্রের কোন সন্ধ্যান না পেয়ে মহেশখালী থানায় হারানো ডায়রী দায়ের করে।
মোঃ রশিদ কিছু দিন পূর্বে একটি মিথ্যা মামলায় স্থানীয় দফাদার শামসুর মিথ্যা তথ্যর ভিত্তিতে তাকে জেল খাটায়। কয়েক দিন পূর্বে এবিষয় নিয়ে তার স্ত্রীর সাথে দফাদারের মধ্যে বিরোধ হলে তার স্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। অাকলিমার গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার,শরীরের গঠন মাঝারী,উচ্চতা অনুমান ৫ফুট,পরনে সুতি শাড়ী ও বোরকা রয়েছে। অাকলিমা ও তার ছেলে লাবিব চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। অাকলিমা হোয়ানক হরিয়ার ছড়া গ্রামে বাসিন্দা ও কালারমারছড়ার মঈনুল ইসলাম মাদরাসার সাবেক দপ্তরী সিরাজ উল্লাহ,র মেয়ে। তারা বর্তমানে চট্টগ্রামের অামিরাবাদ এলাকায় থাকে।
স্ত্রী ও সন্তানের সন্ধ্যান না পেয়ে এখন চরম হতাশ ও ভবিষ্যৎ জীবন হুমকির মুখে।
Leave a Reply