নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের রামু উপজেলায় আপন বড় ভাইয়ের পৈত্রিক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা ও চাষাবাদের জমির ধানের চারা সন্ত্রাসী বাহিনী নিয়ে নষ্ট করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে রামু উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলমের বিরুদ্ধে। রিয়াজুলের বড় ভাই রামু ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরুংলোয়ার মৃত আহমদ কবির সিকদারের পুত্র মাহবুবুল আলম এ ঘটনায় গত ৫ আগষ্ট রিয়াজুল আলমের বিরুদ্ধে রামু থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারি মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ছোট ভাই রিয়াজুল ক্ষমতার অপব্যবহার করে তার চাষাবাদের জমি দখল করতে চায়। এর অংশ হিসেবে জমির ধানের চারা নষ্ট করে দেয়া হয়েছে। একই সাথে তাকে প্রাননাশের হুমকি-ধমকি দিচ্ছেন। যার কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফতেখাঁরকুল মৌজার পশ্চিম মেরুংলোয়ায় মাহবুবুল আলম দীর্ঘ ৫০ বছর ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত এক একর জমিতে চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসছেন। কিছুদিন ধরে তার ভাই রিয়াজুল উক্ত জমিতে চাষাবাদে বাধা দেন মাহবুবুল আলমকে। গত ৩১ জুলাই মাহবুবুল আলম শ্রমিক নিয়ে ওই জমিতে ধানের চারা রোপন করেন। কিন্তু চারা রোপন করে তারা চলে যাওয়ার পর রিয়াজুলের নেতৃত্বে সন্ধ্যা ৬ টার পর থেকে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে রোপিত ধানের চারা নষ্ট করে দেয়া হয়। এতে তার ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ঘটনার বিষয়ে জানতে চাওয়ায় মাহবুবুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই জমিতে আর চাষাবাদ করতে দিবেনা, মারবে, কাটবে, মিথ্যা মামলায় জড়াবে ও জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়া হচ্ছে। যার কারণে ন্যায় বিচারের দাবী ও জানমালের নিরাপত্তায় তিনি থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াজুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই ঘটনার সাথে জড়িত নই। এছাড়া আমার ভাইয়ের কোন জমি সেখানে নেই। অনেক আগেই তিনি হেলালীর ব্রিকফিল্ডে জমি বিক্রি করে দিয়েছেন।
Leave a Reply