শ.ম.গফুর, উখিয়া (কক্সবাজার) থেকে:
উখিয়ার লাগোয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক শীর্ষ ইয়াবা কারবারী নিহত হয়েছে। তার নাম মোঃ শাহ আলম প্রকাশ রোহিঙ্গা শাহ আলম (৪৫) সে রোহিঙ্গা ক্যাম্পের ৭ নং ব্লকের কালা মিয়া উরফে কালা চাঁনের ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বুন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শাহ আলম সন্ত্রাসী দলের একজন গডফাদার। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পুলিশের ২ সদস্য আহত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আলমগীর হোসেন বৃহস্পতিবার সাড়ে ১০ টায় কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানান,নিহত ব্যক্তি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ি ও সংঘবদ্ধ সন্ত্রাসী দলের গডফাদার। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। শাহ আলম নাইক্ষ্যংছড়ি থানায় এই প্রথম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় বৃহস্পতিবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ঘুমধুমের বাংলাদেশ -মায়নমারের সীমান্তের চীন মৈত্রী সড়কের গাড়ি পার্কিং এলাকায় তাঁর সহযোগী বাঁহা সুলতানের ছেলে মুজিবুল হক বাবুইঅর বাড়ী সংলগ্ন গহীন পাহাড়ে অস্ত্রসহ একদল ইয়াবা ব্যবসায়ী অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় পুলিশর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যাবসায়ী ও সন্ত্রাসী দলের সদস্যরা পুলিশকে লক্ষ করে অতর্কিত ভাবে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ইয়াবা ব্যাবসাী ও সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। এ ঘটনায় পুলিশেরও ২ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেলে পুলিশ ৪০ হাজার ইয়াবা, ১টি আগ্নেয়াস্ত্র ও ২টি গুলি উদ্ধার করেন। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply