নাজিম উদ্দিন,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ার যুবক জিয়াবুল করিম (৩০) ওমানের মাসকাট শহরের হামিরিয়া এলাকায় বাসায় মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসায় মৃত্যু হয়েছে জানা গেছে। নিহত প্রবাসী জিয়াবুল করিম উপজেলার সদর ইউনিয়নের মইয়াদিয়া এলাকার মৃত.নওশা মিয়ার ছেলে।
কি কারণে তার আকষ্কিক মৃত্যু হয়েছে তাৎক্ষনিক তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার প্রতিবেশি ওমান প্রবাসি ইসমাইল হোসেনের বরাত দিয়ে জানাযায়, কয়েকদিন ধরে সে অসুস্থবোধ করছিল। মৃত্যুর খবর শুনে তার বাসায় যাই। মেঝে তার মরদেহ পাওয়া যায়।
জানাগেছে, সে রাতে বাসায় ঘুমিয়ে পড়ে। দুপুরে বাংলাদেশ সময় সাড়ে ১০টার দিকে বাসার মেঝে তার মরদেহ পাওয়া গেছে। জিয়াবুল করিমের বড় ভাই সিরাজুল ইসলাম জানায়, জিয়াবুল এক সন্তানের জনক। দুই বছর বয়সী তার এক কন্যা সন্তান রয়েছে। গত দেড় বছর আগে জীবিকার তাগিদে সে ওমান যায়।
Leave a Reply