নিজস্ব প্রতিবেদক,উখিয়া(কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সংস্থা ইপসা’র সহযোগিতায় কোভিড পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।৬ জুলাই
পিপিই,N95,KN95,সার্জিক্যাল মাস্ক,গ্লাভস,
অক্সিমিটার,ইনফ্রারেডথার্মোমিটার ,স্যানিটাইজার,অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
সুরক্ষা সামগ্রী প্রদানকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নিকারুজ্জামান চৌধুরী ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডাঃএহেসান উল্লাহ সিকদার ও এনজিও সংস্থা ইপসার মোঃজাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
শ.ম.গফুর,উখিয়া,০১৮২২২৪১৮৪৫
Leave a Reply