নিজস্ব প্রতিবেদকঃ
কুতুবদিয়ায় একদল কিশোরদের স্বেচ্ছাসেবি সংগঠন হেল্প- ফোর্সের নানা মুখি সামাজিক পদচারণা”- “দ্বীপবাসীকে পাশে চাই সব সময়”
কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইনিয়নের ধুরুং হাইস্কুলের একঝাঁক তরুণ উদ্দীপনার কিশোর বালকদের নিয়ে গঠিত হয় তাদেরই সৎ-বিনয়ের প্রকাশ হিসেবে স্বেচ্ছাসেবি সংগঠন -“হেল্প ফোর্স ব্যাচ ২০২১”
সেবা,শিক্ষা, ঐক্য,মেধা অন্বেষণ এই প্রতিপাদ্য বুকে নিয়ে তারা তাদের নানা মুখি সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত করার লক্ষে সংগঠনের প্রকাশ করে।
সংগঠনের সভাপতি শাহেদ ওমর সাকিব বলেন যে তাদের এই সংগঠন মূলত কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণির বা পেশাজীবী মানুষদের সকল ধরণের সংকট-বিপর্যের বিরুদ্ধে গিয়ে বটবৃক্ষের মতো দাড়াতে চাই।আর্থ-সামাজিক উন্নয়নও তাদের সংগঠনের আগামীর লক্ষ বলেও জানান।হতাশা ও বিষাদগ্রস্থ কিশোররা যে আজ মাদকের ভয়াল আগ্রাসনে চলে যাচ্ছে, নানা ধরণের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ডে আমাদের সমাজ আজ যে একটা ভয়ংকর তলানিতে নিমজ্জিত হচ্ছে,যুবক, কিশোর ও মেধাবি অনেক ছাত্ররাও যে মাদকের দখলে চলে যাচ্ছে – তার বিরুদ্ধে তাদের এই স্বেচ্ছাসেবি সংগঠন “হেল্প-ফোর্স ব্যাচ-২১ ” দৃঢ় – আমরণ ও আপোষহীনভাবে লড়ে যাবে। মানবতা ও সামাজিক উন্নয়নের পাশাপাশি তারা মাদকের বিরুদ্ধেও আজীবণ যুদ্ধ – ঘোষণা করতে চাই।
মূলত দ্বীপবাসীর ভালোবাসা ও পাশে থাকার বিশ্বস্তা পেলে তারা আগামীতে আরও এগিয়ে যাবে বলে জানাই সংগঠনির সকল সদস্যবৃন্দ।তারা সকলেই কুতুবদিয়া উপজেলার সকল ধরণের প্রশাসনের সহযোগিতা ও দ্বীপবাসীর একান্ত দোয়া ও ভালোবাসা কাম্য করে।
সংগঠনটি মূলত সত্যের সন্ধানে এবং সামাজিক উন্নয়ন মূলক কাজে বেষ্টিত।সংগঠনটির সভাপতি আরও জানাই আমরা আমাদের সদস্যদের নিয়ে অক্লান্ত পরিশ্রমে দেশ ও মানবতার কল্যাণের তরে আমাদের স্বপ্ন দেখা।স্বাংস্কৃতিক ন্যায় মূল্যবোধ, দ্রারিদ্র দূরীকরণ, শিক্ষা,চিকিৎসা, মাদক নির্মূল,বাল্যবিবাহ প্রতিরোধ, কুসংস্কার প্রথা নির্মূল হবে আমাদের ভবিষ্যৎ কর্মকান্ড।আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা, পরামর্শ,উপদেশ মূলক বাক্য ও দোয়া কামনা করি।
উল্লেখ্য সংগঠনটির নানামুখী সামাজিক কর্মকান্ড ইতিপূর্বে করা হয়েছে বলে উল্লেখ করে, যা নিম্নে হুবহু তুলে ধরা হলো:-
১.ডেঙ্গু প্রতিরোধী কমসূচী।
২.২০১৯ পরীক্ষাথীদের মাঝে রুটিন বিতরণ।
৩.কবর স্হানের পবিত্রতা কমসূচী।
৪.জে এস সি/জে ডি সি,পি এস সি/ইবতেয়াদী পরীক্ষার্থীদের মাঝে ফ্রি রেজাল্ট প্রদশনের ব্যাবস্তা।
৫.উক্ত পরীক্ষার্থীদের রেজাল্ট পুনঃনিরীক্ষণে সহযোগিতা।
৬.বিদ্যালয় ক্যম্পাসে বিশুদ্ধ পানির ড্রাম স্হাপন।
৭.হেল্প ফোস ব্যাচ কুইজ প্রতিযোগীতা।
৮.করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিপলেট বিতর ণ।
৯.করোনা ভাইরাস প্রতিরোধে ঘন
ঘন হাত ধুয়ার জন্য বাজারে বিভিন্ন পয়েন্টে পানিও সাবান ব্যবহারের ব্যাবস্তা।
১০.করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে ছিড়ানো।
১১.করোনা ভাইরাস প্রতিরোধে দোয়া মাহফিল।
১২.অসহায় ১৫পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
১৩.
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাঃ
১.হেল্প ফোস ব্যাচ হসপিটাল স্হাপন।
২.হেল্প ফোস ব্যাচ মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা।
Leave a Reply