নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ
কুতুবদিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়াল। গত ২৪ ঘন্টায় কুতুবদিয়ায় আরও ৭ জনসহ দ্বীপে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ৫২ জনে। দিন দিন কুতুবদিয়ায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।
কুতুবদিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) উপজেলায় করোনা শানাক্ত হওয়া ৭ জনের ৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের। একজন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মচারী।
আক্রান্তরা হলেন,উত্তর ধুরুং মনোসিকদার পাড়ার কবির আহমদের পুত্র ফারুক (২৭), ফারুকের স্ত্রী তাকরিমা (২৬), ফারুকের শিশু সন্তান তানবিরুল হাসান (০৪),কবির আহমদের মেয়ে তাজমিন (১৭), ছরোয়ারের কন্যা হুমায়রা বেগম (১২) ও মসজিদ পাড়ার জয়নালের পুত্র কাইছারুল ইসলাম এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মচারী আবদু রশিদ (৩৫)।
Leave a Reply