পেকুয়া সংবাদদাতা :
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শশুরবাডড়ির লোকজনের হামলায় অন্তসত্তা গৃহবধূসহ তার মা আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার টৈটং ইউনিয়নের দূর্গম মধুখালী গ্রামে।
এ ঘটনায় হাসিনা বেগম নামের এক অন্তসত্তা গৃহবধূ গুরুতর আহত হয়।
আহত হাসিনা বেগমের মা নুর নাহার জানান, গত ৫ বছর আগে তার কন্যা হাসিনা বেগমের সঙ্গে বিয়ে হয় একই এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ ফারুকের সাথে।
বিয়ের পর থেকে স্বামী ফারুক ভালোভাবে ঘর সংসার করে আসলেও সম্প্রতি সময়ে শশুরবাড়ির লোকজন হাসিনাকে নির্যাতন শুরু করে। হাসিনা নির্যাতন সহ্য করে গত ৫বছর সংসার করেন। তাদের ঘরে দুই পুত্র সন্তান রয়েছে।
সম্প্রতি তার শশুর তার স্বামীকে ফারুককে নানানভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন হাসিনাকে তালাক দেয়ার জন্য। ওমর ফারুক তার স্ত্রীকে তালাক না দেয়ায় হাসিনা বেগমকে দুই মাস আগে বাড়ি থেকে বের করে দেন তার শশুর।
হাসিনা বেগম জানান, তারপরও সে স্বামীর সঙ্গে যোগাযোগ রাখায় আজ বিকেলে শশুর নুরুল ইসলাম, ও তার ছেলে গফুর, হোছন বদি আলমের নেতৃত্বে একদল হামলা চালায় এবং বাড়ি ভাংচুরসহ লুটপাট চালিয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply