নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত উত্তর ধুরুং ইউনিয়নে বৃহস্পতিবার (২৫ জুন) আরও দুজনের করোনা শানাক্ত হয়েছে।
তারা হলেন, কবির আহমেদ (৬০) ও রহমত উল্লাহ (৪০)। কবির আহমেদ উত্তর ধুরুং মনি সিকদার পাড়ার মৃত নাজির আহমদের পুত্র এবং রহমত উল্লাহ মইজ্জ্যার পাড়ার ছৈয়দ নুরেরপুত্র।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮। তার মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নেই ২২ জন।
তথ্য নিশ্চিত করেছেন কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃজয়নুল আবেদীন।
Leave a Reply