নিজস্ব প্রতিবেদক, মহেশখালী
কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড় ছাড়ায় গত রাতে অতি বৃষ্টির ফলে বড় ব্রীজের মাটি সরে যাওয়ায় প্রায় শতাধিক গাড়ী আটকে পড়ে।ফলে গাড়ি চলাচল ও মানুষের চলাচলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। জনসাধারণের ভুগান্তি খবর পেয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর তাৎক্ষণিক ভাবে হোয়ানক পুলিশ ক্যাম্পের এ এসআই আব্দুল মালেককে নির্দেশ দেন। সাথে সাথে এ এস আই আব্দুল মালেকের
নেতৃত্বে একটা টিম ঘটনাস্থলে উপস্থিতি হয়ে জ্যামে আটকে থাকা প্রায় শতাধিক গাড়ি সরিয়ে দিয়ে জ্যাম মুক্ত করেন। তার ভূমিকা দেখে আটকে পড়া এক যাত্রী বলেন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনলে কতক্ষণে যে বাড়ি পৌঁছতে পারতাম জানি না বলে পুলিশের প্রসংসা করেন। আটকে থাকা এক ড্রাইবার বলেন ঘন্টার পর ঘণ্টা আটকে থেকে হঠাৎ করে পুলিশ এসে সব গাড়ি জ্যাম মুক্ত করে জনদুর্ভোগ এড়ান। এ বিষয়ে এ এস আই আব্দুল মালেকের সাথে কথা বললে তিনি জানান ওসি স্যারের নির্দেশ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে গিয়ে জনদুর্ভোগ লাঘব করি । পুলিশ সবসময় মানুষের সেবা করার জন্য জনগণের পাশে আছে।
Leave a Reply