রকিয়ত উল্লাহ
মহেশখালীতে উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের প্যান্টাওশান কোম্পানী থেকে স্থানিয় শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরি পুনর্বহালের দাবিতে ১৬ জুন মঙ্গলবার সকাল ৮ টার সময় উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ১২ নং গেইটের সামনে স্থানিয় মাতারবাড়ী চাকরিজীবি পরিষদের ব্যানারে কয়েক শত চাকরিচ্যুত শ্রমিক মানববন্ধনের অংশ নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিচ্যুত স্থানিয় মগড়েইল গ্রামের বাসিন্দা মোঃ আসিফ ইকবাল, সাইরার ডেইল গ্রামের দোলোয়ার, সোলতান আহমদ,হেদায়েত উল্লাহ,আব্দু রহিমসহ শতাধিক শ্রমিকরা বলেন, ‘আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল চাই। যতদিন পর্যন্ত চাকরিতে যোগদান না করা হবে, ততদিন পর্যন্ত ৬৫ শতাংশ বেতন প্রদান করতে হবে।
আমাদের পরিবার আজ মানবতার জীবন যাপন করতেছে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ মানববন্ধন চলাকালে তাক্ষনিক দুপুর ২ টার সময় মাতারবাড়ী কোলপাওয়ার কর্তৃপক্ষের অফিসে চাকরিচ্যুত শ্রমিক ও স্থানিয়দের বৈঠক অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন কোলপাওয়ার কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা,মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম ছমি উদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম আবু হায়দাসহ স্থানিয় এলাকাবাসী।
এসময় মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেছেন, যে সমস্ত বাঙ্গালী অফিসার শাহরিয়া,আনোয়ার, শাহিন, নাদিমসহ যাদের যোগসাজসে স্থানিয় মাতারবাড়ী লোকজনদের চাকরিচ্যুত করা হয়েছে সে সমস্ত বাঙ্গালী অফিসারদের চাকরি থেকে প্রত্যাহার করে চাকরিচ্যুত স্থানিয় মাতারবাড়ীর শ্রমিকদের চাকরিতে পূর্ণবহালের জোরালে দাবি জানান। কোল পাওয়ারের মাতারবাড়ী সাইট অফিস ইনর্চাজ প্রকৌশলী মনোয়ার হোছাইন শ্রমিকদের সাথে বৈঠককালে বলেছেন, যে সমস্ত শ্রমিকদের চাকরিচ্যুত হয়েছে ২৬৪ জনের মতো সকল শ্রমিককে চাকরিতে পূর্ণবহালের নিশ্চিত করবেন বলে আশ্বস্থ করেছেন।
Leave a Reply