নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া গ্রামের শফি আলমের কন্যা সেকুপা আক্তার প্রকাশ সুমি (২২) করোনা পজিটিভ ছিল বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে জানা গেছে এ তথ্য।
এ ব্যাপারে কুতুবদিয়া হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তারা কোন তথ্য দিতে পারেননি। বলেছেন মেইল চেক করার কেউই না থাকায় সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ জিয়াউল হক মীর বলেন, সেকুপা চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। কুতুবদিয়ায় এনে তার লাশ দাফন করেছে উপজেলা প্রশাসন। দাফনের আগে স্বাস্থ্য বিধি মেনে তার নমুনা সংগ্রহ করে কুতুবদিয়া থেকে পাঠানো হয়েছে। কুতুবদিয়ায় কেউই তার সংস্পর্শে আসেনি।
উল্লেখ্য, সেকুপা আকতার সুমি চট্টগ্রামের পতেঙ্গায় পোশাক শ্রমিকের কাজ করত। সেখানেই তিনি উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় মারা যান।
সোমবার (১ জুন) তার মরাদেহ প্রশাসনের সহযোগিতায় কুতুবদিয়া আনা হয়। ওইদিন উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ও ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তার নামাযে জানাযা সম্পন্ন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে করোনার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ সম্পন্ন করা হয়।
কক্সবাজার সিভিল সার্জনের দেয়া তথ্য ৮ জুন পর্যন্ত কক্সবাজারের উপজেলা গুলোর মধ্যে সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা কুতুবদিয়ায়। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিনজন। তার মধ্যে একজন সুস্থ হয়েছেন।
Leave a Reply