মঈনুল ইসলাম মান্না, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়েনের ডুমখালী ২নং ওয়ার্ড -এর ১৯৮৭ সালে স্থাপিত ডুমখালী ক্রীড়া সংস্থার খেলার মাঠ জোর করে দখলে নেয়ার অভিযোগ উঠেছে।
কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে দখলের এ অভিযোগ তুলেন স্থানীয়রা।
ডুমখালী ক্রীড়া সংস্থার সদস্যরা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ক্ষমতার জোরে মাঠের পাশে বাসা ও ঘরের বাউন্ডারি নির্মাণ করছিল। স্থানীয়দের সাথে নিয়ে সংগঠনের সদস্যরা নির্মাণ কাজে বাঁধা দেয়ায় দখলবাজরা আরো ক্ষেপে গিয়ে গোলবার ভেঙ্গে দেয়।
এলাকাবাসীরা জানান, যারা এদেরকে বাধা দিয়েছিলেন তাদের নামে উল্টো থানায় অভিযোগ করা হয়েছে।
এ মাঠে প্রতিদিন স্থানীয়রা খেলাধূলা করেন এবং ফুটবল খেলার অনুশীলন করা হয়।
এছাড়াও জেলা লীগের খেলা সহ নানান খেলার প্রতিযোগিতা হয় এ মাঠে বলতে গেলে এলাকা বাসির কাছে মাঠটি অনেক বড় সম্পদ ।
খেলার মাঠ যেন ফিরিয়ে দিতে এবং দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply