ওসমান আল হুমাম:
করোনা সংক্রমণ রোধে রবিবার রাত ১২টার পর থেকে উখিয়া উপজেলার দুই ইউনিয়নের ৮ ওয়ার্ড যথাক্রমে রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ এবং পালংখালী ইউনিয়নের ১,৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের (আংশিকসহ রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে ৮টি নির্দেশনাও প্রদান করা হয়। কিন্তু এসব নির্দেশনা তোয়াক্কা না করে লকডাউন অমান্য করায় কোটবাজার,উখিয়া,বালুখালী, কুতুপালং এবং থাইংখালী স্টেশনে বেশ কিছু পথচারী, দোকান মালিককে গুনতে হয়েছে অর্থদণ্ড।
উপজেলা প্রশাসন গণমাধ্যমকে জানিয়েছেন, রেড জোন এলাকায় চলমান লকডাউন অমান্য করায় কয়েকজন এনজিও কর্মী, পথচারী ও ব্যবসায়ীকে অর্থ দন্ড করা হয়েছে। অযথা ঘোরাঘুরি, মুখে মাস্ক না পড়ায় এসব অর্থদণ্ড দিতে হয়েছে তাদের।
Leave a Reply