কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ শরিফ (২৬) নামে এক রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-৩ ও ডি-৪ এর মাঝখানে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
শরিফ জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দূস সালাম ওরফে মোহাম্মদ সেলিমের ছেলে।
পুলিশের দাবি, শরীফ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি এলজি, সাতটি গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে পুলিশ জানতে পারে, জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরে মাঝখানের পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা ডাকাত জকির আহমদের নেতৃত্বে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতেরা অবস্থান করছে। থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমদের নেতৃত্বে অভিযানে গেলে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুই পুলিশ আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে কয়েক মিনিট গুলি বিনিময়ের পর ডাকাতদলের সদস্যরা পিছু হটে । গুলি করতে করতে তারা গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে তাকেসহ আহত পুলিশের দুই সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম টুডে/ আইএস
Leave a Reply