নিজস্ব প্রতিবেদক,উখিয়া(কক্সবাজার) থেকে
কক্সবাজারের উখিয়ায় উপজেলা নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সদস্যদের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনিকারুজ্জামান চৌধুরীর সহযোগিতায় নগদ অর্থ সহায়তা দিয়েছে এনজিও সংস্থা ব্র্যাক।৩ জুন সকালে একেএনসি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এনজিও সংস্থা ব্র্যাকের অর্থায়নে রাজাপালং ইউনিয়নের শ্রমিকদের মধ্যে থেকে ১৬০ জন সমিতির সদস্য (যারা অসহায় আছেন তাদেরকে) ১হাজার ৫শত টাকা করে সহায়তা দেয়া হয়।
পরে সমিতির সদস্যদের মধ্যে যাদের মাসিক চাঁদা বকেয়া রয়েছে তাদের সকলের পরামর্শক্রমে ১৬ মাসের মাসিক বকেয়া চাঁদা (১৬×৩০=৪৮০) এবং পাস বইয়ের জন্য ২০ টাকাসহ রসিদ দিয়ে সর্বমোট ৫০০ টাকা করে নেওয়া হয়।এসময় উপস্থিত উখিয়া উপজেলা নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যরা উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এদিকে কিছু অসাধু ব্যক্তি বিষয়টা সম্পূর্ণ না জেনে আমাদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, যা খুবই দুঃখজনক। আমরা নির্মাণ শ্রমিক উখিয়া উপজেলার পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply