মোহাম্মদ আকিব, মহেশখালী প্রতিনিধি।।
মহেশখালীতে আজও দুজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তন্মধ্যে একজন বড় মহেশখালী এবং অনজন ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা।
বড় মহেশখালী ইউনিয়নের করোনা শনাক্ত ব্যক্তিটির নাম মহিউদ্দিন(৩৬)। তিনি একজন ডেন্টিস্ট।
এবং ছোট মহেশখালী ইউনিয়নের করোনা শনাক্ত ব্যক্তিটির নাম শফিউল্লাহ(৩৪)।
তাদের দুজনেরই জ্বর, সর্দি-কাশি এবং গলাবথা সহ একাধিক উপসর্গ ছিল। তবে তাদের সংক্রমিত হওয়ার ইতিহাস জানা যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহফুজ জানান,”মহেশখালী উপজেলা হতে গত মাসের ২৬ তারিখ সংগ্রহকৃত ১০ টি নমুনা কক্সবাজার ল্যাবে পরীক্ষা করা হলে তন্মধ্যে আজ দুইটি নমুনা পজিটিভ আসে।তবে দুজনই এখন পূর্বের চাইতে সুস্থ রয়েছেন।”
Leave a Reply