মঈনুল ইসলাম মান্না,চকরিয়া।।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং চকরিয়া বিএনপির প্রতিষ্ঠাকালিন সদস্য শহীদ হোছাইন চৌধুরী ২১শে মে রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বাধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং চকরিয়া – পেকুয়ার সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ।
তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহর থেকে পাঠানো এক শোকবার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন,মরহুম শহীদ হোছাইন চৌধুরী শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি-তে এসে জাতীয়তাবাদী পতাকাকে আমরণ উড্ডীন করে রেখেছিলেন।মরহুমের মৃত্যুতে বিএনপি ও কক্সবাজার বাসি একজন দেশপ্রেমিক এবং সমাজসেবক হারিয়েছেন।
তিনি আরো বলেন,মরহুম শহীদ হোছাইন চৌধুরী আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।এবং দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।তিনি এলাকার শিক্ষার উন্নয়ন সহ জনকল্যাণমুখী বিভিন্ন কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
মরহুম শহীদ হোছাইন চৌধুরী ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত কৈয়ারবিল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।চকরিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দিয়ে কক্সবাজার জেলা বিএনপির সদস্য, চকরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ দীর্ঘ দিন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন।
সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন,মরহুমকে অতীতের ভুল-ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ যেন উনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে মর্যাদাবান করেন।
Leave a Reply